
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, প্রতারণা, স্বাক্ষর জালিয়াতি, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
গত সোমবার বিকেল তাদের বিচারের দাবিতে বক্তারপুর গ্রামের ইউসুফ কোম্পানির বাড়ির সামনে এলাকাবাসী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে রমাপুর, বক্তারপুর ও পূর্ব গোবিন্দপুর গ্রামের ৫শতাধিক লোকজন অংশ গ্রহণ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চাটখিল বাজারের ব্যবসায়ী আবদুল আল নোমান। লিখিত বক্তব্যে তিনি জানান , সাইদুর রহমান ও তার ২য় স্ত্রী হাবিবুর নেছা মুন্নী দীর্ঘ দিন ধরে এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, প্রতারণার মাধ্যমে মানুষের স্বাক্ষর জালিয়াতি করে নিজ স্বার্থ হাসিলের লক্ষ্যে বিভিন্ন অপকর্ম করে আসছে। তাদের এসব অপকর্মের কারণে ইতোমধ্যে এলাকার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ তাদের অপকর্মের প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অব্যাহত রয়েছে। তারা কৌশলে এলাকায় চাঁদা বাজিও করে আসছে।
চাটখিলের বিশিষ্ট সমাজসেবক, এলাকার বাগে ইব্রাহিম দারুল আযহার মাদ্রাসা, আলহাজ্ব ইউসুফ জামে মসজিদের প্রতিষ্ঠাতা শিল্পপতি মো: ইউসুফের নিকট সাইদুর রহমান চাঁদা দাবি করে। চাহিদা মতো চাঁদা না দেওয়ায় সাইদুর রহমান ও তার স্ত্রী মো: ইউসুফ ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে সম্পত্তি জবরদখল করে রাখার মিথ্যা অপবাদ দিয়ে ইউসুফ মিয়ার পরিবারের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এলাকাবাসী সাইদুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জন্য সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আব্দুস সাত্তার, মতিউর রহমান মিন্টু শিক্ষক মাসুদ আলম কাজি মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।