শুক্রবার, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে এসএসসি পরীক্ষার্থীকে হয়রানীর অভিযোগ

আলমগীর হোসেন হিরু, চাটখিল: নোয়াখালীর চাটখিল উপজেলা জনতা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদাউস অরপাকে একই স্কুলের শিক্ষক মো. লোকমান বিভিন্নভাবে হয়রানি করে আসছে।

এ বিষয়ে শিক্ষার্থীর মা জেসমিন আক্তার গত মঙ্গলবার দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন।

শিক্ষার্থীর মায়ের দায়ের করা অভিযোগে জানা যায়, জান্নাতুল ফেরদাউস অরপা মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে, সে বরাবরই প্রতি বছর স্কুলের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আসছে। এবারের এসএসসি পরীক্ষার পূর্বে আমার মেয়েকে ওই শিক্ষক শুধুমাত্র তার কাছে প্রাইভেট পড়ার জন্য চাপ সৃষ্টি করে।

কিন্তু আমার মেয়েকে পরীক্ষায় ভালো ফলাফলের আশায় অন্যান্য শিক্ষকের নিকট প্রাইভেট পড়াই এতে অভিযুক্ত শিক্ষক ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে বিভিন্নভাবে ক্ষতিসাধনের পায়তারা করে। এরই অংশ হিসেবে ওই শিক্ষক পরীক্ষা চলাকালীন সময়ে জয়াগ কলেজ কেন্দ্রে পরীক্ষার হলে আমার মেয়ের সিটের নিচে নকল রেখে তার পরীক্ষা বাতিলের অপচেষ্টা চালায়। এছাড়াও মেয়েকে শ্রেণি কক্ষে এবং পরীক্ষার হলে আজে বাজে কথা বলে অপমান অপদস্থ করে আসছে।

ঐ শিক্ষক গত ২৫ এপ্রিল সকালে আমার বসত ঘরে এসে আমার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে এবং এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে আইনের আশ্রয় নিলে বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে শিক্ষক লোকমানের সাথে কথা বললে তিনি তার বিরুদ্ধে অনিত অভিযোগ অস্বীকার করেন। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ