
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির চাটখিল উপজেলা শাখার আয়োজন মঙ্গলবার দুপুরে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ফজলুর রব বাবুল এর সভাপতিত্বে স্কাই ভিউ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ড্রাগ সুপার ইকবাল হোসেন।
সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর নুরুল ইসলাম, কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট বেগমগঞ্জ শাখার সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাসুদ আলম, কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট চাটখিল শাখার সহ সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন রনি, দপ্তর সম্পাদক হিমেল, মেডিনোভা জেনারেল হাসপাতালের এমডি মাসুদ আলম, চাটখিল ম্যানেজার ফোরামের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক নজির আহমেদ হারুন প্রমূখ।
সভায় বক্তরা কিছু ডাক্তার অবৈধভাবে মোটা অংকের টাকার বিনিময়ে আনরেজিষ্টার্ড ঔষধ লিখার কারণে তাদের ইচ্ছায় – অনিচ্ছায় দোকানে রাখতে হয় বলে জানান। তারা এ সমস্ত ডাক্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানিয়েছেন।
সভার প্রধান অতিথি ড্রাগ সুপার ইকবাল হোসেন তার বক্তব্যে ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন , দোকানে অবৈধ ওষুধ, নকল ভেজাল ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, আনরেজিষ্টার্ড ঔষধ, দোকানে না রাখার পাশাপাশি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি না করার পরমর্শ দেন। এছাড়া হকার থেকে ওষুধ না ক্রয় করে সরাসরি কোম্পানি প্রতিনিধি থেকে ক্রয় করলে তাহলে আর প্রতারিত হবেনা বলে জানান।সভা পরিচালনা করেন কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির চাটখিল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিপন। সভায় চাটখিল উপজেলার বিভিন্ন মেডিসিন ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।