আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে এক ‘স্মরণ সভা ও দোয়া মাহফিল’ উপজেলা সভাপক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শহীদ ইমতিয়াজ হোসেন ও সৈয়দ আহসান হাবিব তামিমের পিতা সহ আহত এবং তাদের স্বজনেরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন লেঃ কর্নেল তাফসিরুল কবির, চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল প্রেস ক্লাব সভাপতি ও জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতের চাটখিল উপজেলা আমির অধ্যাপক মহি উদ্দিন হাছান, পৌর বিএনপির আহ্বায়ক দেওয়ান শামছুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, জামায়াতের উপজেলা নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, চাটখিল পৌর আমির আক্তার হোসেন, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আনিছ আহমেদ হানিফ, ছাত্র নেতা সাইফুল ইসলাম, ইয়াসিন আরাফাত প্রমুখ।
বক্তরা ছাত্র-জনতার আন্দোলনের ফসল হিসেবে গঠিত অন্তবর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি উপজেলা প্রশাসনকে জনবান্ধন প্রশাসন হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করে।
বক্তরা আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তবে রাষ্ট্রের যৌক্তিক সংস্কার না করে নির্বাচন দিলে আবারো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে। তাই দ্রুততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের আয়োজন করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা আছে। সরকারের পক্ষ থেকে তহবিল আসলে শহীদ পরিবারদের মাঝে ঐ সহযোগিতা পৌঁছানো হবে। এছাড়াও আহতদের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। সভা শেষে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।