
আলমগীর হোসেন হিরু, চাটখিল(নোয়াখালী): চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের (আকুয়ালি মুন্সী বাড়িতে) জমিসংক্রান্ত বিরোধ নিয়ে শিশু সিফাত উল্যাহ (৫) নামে শিশুকে ইট দিয়ে মাথায় গুরুতর জখম করেছে চাচাতো ভাই রাব্বি (১৫)।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। আহত শিফাত উল্যাল একই বাড়ির আবুল কালেম ছেলে। এই ব্যাপারে শিশুটির বাবা আবুল কালাম বাদী হয়ে ৪ জনকে আসামি করে শনিবার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, সিফাত উল্যাহ্ বাড়ির উঠানে খেলা করছিল। ঐ সময়ে তার চাচাতো ভাই রাব্বি তাদের উঠানে আসছে কেনো বলে সিফাতের মাথা ইট দিয়ে গুরুতর জখম করে। আতহ সিফাতের শোর চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তার মাথায় ১০টি সেলাই করে ।
এই ঘটনায় সিফাতের মা- বাবা তাদের ছেলেকে মারলো কেনো জিজ্ঞেস করতে গেলে রাব্বির ভাই রাশেদ (২৩), আমেনা বেগম ও আবুল হোসেন চৌধুরী সঠিক কাজ হয়েছে বলে তাদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। ওই সময় সিফাতের ভাই শাকিল ও সাব্বির এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে রাব্বির বড় ভাই শামিম ঢাকা থেকে বাড়িতে এসে সিফাতের বাবা-মাকে কে মারধর করে হাতে চুরি নিয়ে হত্যার উদ্দেশ্য তাদের উপর হামলা চালায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে শামিম ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এই বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।