
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খন্দকার মোশতাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
সভায় টাইফয়েড টিকাদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আলোচনা করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাছান, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারী, সমাজ সেবা অফিসার আলী হোসেন, চাটখিল প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রভাষক জসিম মাহমুদ।
অনুষ্ঠান পরিচালনা করেন সেনেটারী ইন্সপেক্টর নুরুল ইসলাম। সভার সভাপতি ডা: খন্দকার মোশতাক আহমেদ জানান, ৯মাস থেকে ১৫ বছর বয়সী ছেলে মেয়েদের টাইফয়েড এর টিকার অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে।
এই বিষয়ে কোন সমস্যা হলে স্বাস্থ্য কর্মীদের সাথে যোগাযোগ করার জন্য তিনি পরমর্শ দেন। এবং এ বিষয়ে সভায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন তিনি।