আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): তারুণ্যের উৎসব উপলক্ষে চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে এক র্যালি বৃহস্পতিবার সকালে পৌর শহর প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, চাটখিল পৌর বিএনপির আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব এহসানুল হক মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তরুনেরা অংশগ্রহণ করেন।