মঙ্গলবার, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

, এর সর্বশেষ সংবাদ

চাটখিলে দাখিল পরীক্ষা উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান

মো. বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদরাসার ২০২৪ সালে দাখিল পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার সকাল ১০টায় উপজেলার আফসারখিলে অবস্থিত মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী।

মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা মহি উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, জয়াগ কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক ফিরোজ আলম। আরো বক্তব্য রাখেন তালতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল বাতেন, ঢাকা বুয়েটের শিক্ষার্থী আব্দুর রহিম প্রমুখ।

অনুষ্ঠানের বক্তারা বলেন, দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি মাদ্রাসায় এক ঝাঁক মেধাবী ও দক্ষ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধনে এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিগত কয়েক বছরের সফলতার হাত ধরে ২০২৪ এ সফলতা অর্জিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা বর্তমানে শুধু কেবল আরবি নিয়েই সীমাবদ্ধ নয়। মাদ্রাসা শিক্ষায় এখন আরবির পাশাপাশি বিজ্ঞান ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যাচ্ছে। এছাড়াও দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসা চাটখিল উপজেলায় প্রতিবারের ন্যায় এবারও দাখিল পরীক্ষায় শতভাগ পাস আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী।

মাদ্রাসার সুপার মাওলানা মহিউদ্দিন বলেন, দাওয়াতুল ঈমান মাদ্রাসায় রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, কারিগরি শিক্ষার অধীনে কম্পিউটার প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের নূরানী এবং হেফজ বিভাগ, দূরের শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসিক ব্যবস্থা, অনাবাসিক ও ডে-কেয়ারের সুব্যবস্থা, মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠ দান করানো হয়। আর এসবের পিছনে রয়েছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাস্টিস হাবিবুল্লাহ সাহেব। অনুষ্ঠান শেষে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ