রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করেন:জাহাঙ্গীর আলম

ম.ব.হোসাইন নাঈম,নোয়াখালী জেলা প্রতিনিধি 

নোয়াখালীর চাটখিলে দিনব্যাপী রহমত উল্লাহ আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গরীব, অসহায়-দরিদ্র সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।  

শুক্রবার (৭এপ্রিল) সকাল ৯টা উপজেলার পরকোট ইউনিয়নের শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে দ্বিতীয় দিনব্যাপী ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি এবং রহমত উল্লাহ আজিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান ও উপজেলা যুবলীগ নেতা নজরুল দেওয়ান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নেতা মনির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমির, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক এডভোকোট আনোয়ার হোসেন প্রমূখ।

ঈদ উপহার বিতরণে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান শিপন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খান বাবুল, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লোকমান হোসেন, বদলকোট ইউনিয়ন চেয়ারম্যান সোলায়মান শেখ, বদলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জাহাঙ্গীর আলম বলেন, ৩নং পরকোট ইউনিয়নের শোশালিয়া স্কুল, ইউনিয়ন পরিষদ ও বাইশসিন্দুর বাজার, ৪নং বদলকোট ইউনিয়নের বদলকোট উচ্চ বিদ্যালয়ের মাঠে, সঁপ্তগাও হাই স্কুল মাঠে ও হীরাপুর কলেজ মাঠে, ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা প্রাথমিক বিদ্যালয় মাঠে, কামালপুর হাই স্কুল মাঠে এবং ৬নং পাঁচ গাঁও ইউনিয়নের ভাওর মিনার মসজিদের মাঠে ও আফসারখীল মাদ্রাসা মাঠে জনসাধারণের মাঝে ঈদ উপহার শাড়ী- লুঙ্গি বিতরণ করা হয়। 

তিনি আরো বলেন আপনারা পবিত্র রমজান মাসে রোজা ও নামাজ আদায় করেন আমার মা সহ সকল মৃত্যু মুসলিম নর-নারীর মাগফিরাতের জন্য দোয়া করবেন। আগামী সংসদ নির্বাচনে নৌকায় মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবেন।

উল্লেখ্য প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম আরো বলেন পর্যায়ক্রমে নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী সংসদীয় আসনের ১৬২ওয়ার্ডের ৩০হাজার দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *