
আলমগীর হোসেন হিরু, চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির আয়োজনে ও একটিভ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় গতকাল শনিবার দিনব্যাপী প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
কর্মশালায় উপজেলার ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭শত শিক্ষক, গ্রেডিং জরিপের জন্য গঠিত ১০টি টিমের সদস্যবৃন্দ,উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রাথমিক বিদ্যালয়ের ৫৯জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা ও পুরষ্কার প্রদান এবং নবাগত ৩৬জন শিক্ষককে বরণ করা হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা খানম শাকী, বিশিষ্ট ব্যবসায়ী ড. মোহাম্মদ ফারুক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান, চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো: হাবিবুর রহমান, শামছুউদ্দি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান এস.এম বাকি বিল্লাহ, ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি চাটখিল উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এবিএম জিল্লুর রহমান সুজন প্রমূখ।
কর্মশালা পরিচালনা করেন চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ।












