বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে ফসলি জমির মাটি কেটে ইট ভাটার সরবরাহ- ডোবা ভরাট করা হচ্ছে  

আলমগীর হোসেন হিরু,চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল  উপজেলার খিলপাড়া,দেলিয়াই,  পরকোট, বাইশিন্দুর, রামনারায়নপুর, মানিকপুর সহ উপজেলার বিভিন্ন স্থানে ফসলি  জমির মাটি কেটে সরবরাহ করা  এবং বিভিন্ন ডোবা ভরাট করা হচ্ছে। এতে করে পাশ্ববর্তী একাধিক মালিকের কৃষি জমি ও ফসল নষ্ট হচ্ছে। আবার এইসব মাটি পড়ে শুকিয়ে বাতাসে উড়ে বায়ু ও পরিবেশ নষ্ট করছে। অসুস্থ হয়ে পড়ছে স্থানীয় জনসাধারণ। বেড়েছে সর্দি, কাশি, শ্বাসকষ্ট জনিত রোগবালাই। অন্যদিকে ( অনুমোদনহীন) হাইড্রোলিক পিক-আপ ভ্যান নষ্ট করছে রাষ্ট্রের কোট কোটি টাকার নির্মিত সড়ক। 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,  ২নং  রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের লোনা হাতরের পূর্ব প্রান্তে পুরান বলিয়ার বাড়ি সংলগ্ন কৃষি জমিতে বেকু মেশিন দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাত ৯টা থেকে ভোর পর্যন্ত মাটি কেটে পাশ্ববর্তী বাহার কোম্পানীর ইটের ভাটার মাটি সরবরাহ করা হচ্ছে। খিলপাড়া বাজারের চৌধুরী এন্টারপ্রাইজের মালিক মাসুদ ওরফে ( সোনা মাসুদ)একই কৌশলে খিলপাড়া মল্লিকা দিঘির পাড় সড়ক সংলগ্ন সরদার বাড়ির সাথে ট্রাক্টর ( ট্রলি) দিয়ে কৃষি জমি ধ্বংস করছে। এছাড়াও   উপজেলার প্রায় সকল এলাকায় কৃষি জমির মাটি বিক্রি করা হচ্ছে। পাশ্ববর্তী ফসলি জমির একাধিক মালিকের সাথে কথা বললে তারা জানান, কৃষি জমির মাটি ক্রেতারা বেশির ভাগই প্রভাবশালী হওয়াতে ভুক্তভোগী কৃষকরা প্রশাসনের কাছে ভয়ে অভিযোগ করেনা। 

এই বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিট্রেট  মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া কে অবহিত করা হলে তিনি ব্যস্থ আছেন জানিয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  কে অবগত করতে বলেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় কে বিষয়টি অবগত করলে তিনি বিষয়টি দ্রুত এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ