
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আবুতোরাব সাব ডাক্তার বাড়িতে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শাহাদাত হোসেন ডেকোরেশনের দোকানে চাকুরী করে। গত মঙ্গলবার রাতে তাকে লক্ষ্মীপুর থেকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী।
স্থানীয় ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা শাহাদাত হোসেন দীর্ঘদিন থেকে তাকে বিভিন্ন রকম ভয়-ভীতি দেখিয়ে তার সঙ্গে অনৈতিকভাবে মেলামেশা করে আসছিল। এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। গত কিছুদিন থেকে মেয়েটির অসৌজন্যমূলক আচরণে তার মায়ের সন্দেহ হলে তিনি মেয়েকে জিজ্ঞেস করলে মেয়েটি তার মায়ের কাছে সবকিছু স্বীকার করে।
পরবর্তীতে এ বিষয়ে মেয়েটির মা চাটখিল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক বাবা শাহাদাতকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করে। এ বিষয়ে থানায় মামলা রেকর্ড হয়েছে। গ্রেফতারকৃত শাহাদাতকে বুধবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অন্তঃসত্ত্বা কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।