চাটখিল প্রতিনিধি: গত ১০ ও ১১ ফেব্রুয়ারি সারাদেশে বিএনপি’র কর্মসূচির বিরুদ্ধে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব আলমের নির্দেশে নোয়াখালী জেলা, চাটখিল উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও চাটখিল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মাসুদুর রহমান শিপন, নোয়াখালী জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, চাটখিল উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক নজরুল দেওয়ান, সাজ্জাদ হোসেন মিল্টন।
এসময় বক্তারা বলেন পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া,জনগণ ও পুলিশের উপর হামলা করে দেশকে অস্থিতিশীল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে, যুবলীগ সকল ষড়যন্ত্র প্রতিহত করতে মাঠে থাকবে।
সভায় সভাপতিত্ব করেন চাটখিল পৌর যুবলীগের সভাপতি ওমর ফারুক রাজু এবং সঞ্চালনা করেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রায়হান গাজী।
এছাড়াও উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।