
আলমগীর হোসেন হিরু, (চাটখিল ও সোনাইমুড়ী) প্রতিনিধি: চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহম্মদ সুমন তার নির্বাচনের ২ বছর পূর্তি উপলক্ষ্যে ৩৫০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে তার নিজ বাড়িতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, চাটখিল পৌর আওয়ামীলীগের সভাপতি শাহাজাহান খান বাবুল সহ আওয়ামিলীগের নেতৃবৃন্দ।
সালেহ আহম্মদ সুমন জানান, ইতোমধ্যে উপজেলাতে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান যৌথভাবে কম্বল বিতরণ করেছেন। আমি আমার ৭নং ওয়ার্ডের সবার বাড়িতে গিয়ে গিয়ে যারা শীতে কষ্ট পাচ্ছে খোঁজখবর নিয়ে ৩৫০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করি।