
আলমগীর হোসেন হিরু (চাটখিল ও সোনাইমুড়ী) প্রতিনিধি: চাটখিল উপজেলা ফারিয়া’র দ্বি-বার্ষিকী দ্বায়িত্ব হস্তান্তর ও সম্মাননা প্রদান অনুষ্ঠান (২১ জানুয়ারি) শনিবার রাতে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা ফারিয়া’র সভাপতি বেলায়েত হোসেন বেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল হক চৌধুরী সৈকতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএমএ সভাপতি ও চাটখিল উপজেলা ফারিয়ার প্রধান উপদেষ্টা ডাঃ এম এ নোমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া অন্যতম উপদেষ্টা ও চাটখিল উপজেলা ম্যানেজার্স ফোরামের সাধারণ সম্পাদক নজির আহমেদ হারুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ম্যানেজার্স ফোরামের সভাপতি মো: ওমর ফারুক , নোয়াখালী সদর উপজেলা ম্যানেজার্স ফোরামের সভাপতি মো: জাহাঙ্গীর সেলিম ভূঁইয়া, বিসি ডিএস চাটখিল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়জুল হক খান।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন , নোয়াখালী জেলা ফারিয়ার সভাপতি মো: ফরহাদ হোসেন, সোনাইমুড়ী মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক ওসমান গনি জসিম, চাটখিল উপজেলা সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান ও সহ- সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।
সভায় বক্তরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে রাতের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান র্যাফেল ড্র ও প্রশ্নোত্তর কুইজের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।