
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): অধিকার সমতা ক্ষমতায়ন নারীও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস শনিবার দুপুরে চাটখিল ও সোনাইমুড়ীতে পৃথক পৃথক ভাবে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় নারী উদ্যোক্তরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন।
চাটখিল উপজেলায় শনিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আকিব ওসমানের সভাপতিত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাছান এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন-চাটখিল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক প্রভাষক জসিম মাহমুদ, নারী উদ্যোক্তা আলেয়া আক্তার পাখি, মোবাশ্বেরা বেগম প্রমুখ।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দ জহুর আহমেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) দীন-ই-জান্নাত,সমাজ সেবা কর্মকর্তা আবুল বাসার।
এসব আলোচনা সভায় বক্তরা নারীদের অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।