মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিল ও সোনাইমুড়ীতে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান

আলমগীর হোসেন হিরু, চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে চাটখিলে ৫জয়িতা কে সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননায় সাংবাদিক রুবেল হোসেনের মা তোফুরা বেগম উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সফল জননী সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়া অন্যান্য জয়ীতা নারীরা হচ্ছেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মাহমুদা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আলেয়া আক্তার (পাখি), নির্যাতনের বিভীষিকা মুচে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করছে যে নারী শিউলী রানী দাস, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী আমেনা বেগম। এসব সম্মাননা গতকাল শুক্রবার সকালে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বেগম রোকেয়ার জীবনীর উপর বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ, অধিকার কর্মী-স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাংবাদিক রুবেল হোসেন, সাংবাদিক রুবেল হোসেনের মা জয়ীতা বিজয়ী তোফুরা বেগম, আলেয়া আক্তার, আকলিমা আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

একইভাবে সোনাইমুড়ী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে শুক্রবার সকালে উপজেলার ৫ জয়ীতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়।  অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ