
কৌশিক চৌধুরী, হিলি : গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি সহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে হিলিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা।
আজ বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাকিমপুর সরকারী ডিগ্রী কলেজে একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি স্থলবন্দরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিলি চার মাথা মোড়ে অবস্থন নেয়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা বিক্ষোভ মিছিল নিয়ে হাকিমপুর ডিগ্রী কলেজে গিয়ে শেষ করে।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের সুষ্ঠু বিচার দাবি করেন এবং বৈষম্য বিরোধী ছাত্রাদের ঘোষিত চার দাফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।