
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া।
তিনি জানান, দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটিতে ড্রাইভারসহ একই পরিবারের ১২ জন ছিলেন। তাদের মাঝে সাতজনই ঘটনাস্থলে মারা যান। বাকিরা আঘাত পেলেও প্রাণে বাঁচতে পেরেছেন।
কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, জানতে চাইলে তিনি বলেন যে এটি আপাতদৃষ্টিতে সড়ক দুর্ঘটনা। তবে এখানে ওই মাইক্রোবাসটিকে অন্য কোনো যানবাহন এসে ধাক্কা দেয়নি।
“চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলো। পরে এক পর্যায়ে গাড়টি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা খালে পড়ে যায়। যারা মারা গেছেন, তারা মূলত পানিতে ডুবে মারা গেছেন। ওই পাঁচজন বের হতে পারছিলেন শুধু।”
পুলিশ ও নোয়াখালীর স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে জানা গেছে, ওই পরিবারটি তাদের ওমান প্রবাসী এক আত্মীয়কে আনতে ঢাকায় গিয়েছিলেন। কিন্তু ঢাকা থেকে তাদের বাড়ি লক্ষ্মীপুরে ফেরার পথে এই ঘটনা ঘটে।