মোহাম্মদ মনিরুজ্জামান সাগর, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি: ১৮তম শিশু মেধাবৃত্তি ও শিশুমেলা ২০২৩ ব্রাক্ষণবাড়িয়া সদরের চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ মাঠে গতকাল অনুষ্ঠিত হয়।
চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ ও চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত, বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ জনাব সিরাজ উদ্দীন আহমেদ।
তিনি বলেন নতুন প্রজন্ম কে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জেনে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পড়াশোনার মনোযোগী হতে হবে। তিনি মহান মুক্তিযোদ্ধে শহীদ বীর সেনানীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
উদ্বোধকের বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী।
তিনি বলেন, অভিবাবকদের উচিত হবে ছোট্ট সোনামণিদের বড় স্বপ্ন দেখানো এবং স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যেতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চিনাইর শিসশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। তিনি শুরুতেই আগত অতিথি এবং সুধীমণ্ডলীদের ধন্যবাদ দেন। শিশু মেধাবৃতি পরীক্ষায় উত্তীর্ণ সকলকে শুভাশিস জানান।
তিনি বলেন এই পরীক্ষা অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নিজেদের কে যোগ্য হিসেবে তৈরি করছে। তিনি পিএসসি ও জেএসসি পরীক্ষা বন্ধের সমালোচনা করেন। তিনি বলেন আমরা সবসময় চেষ্টা করি দেশবরেণ্য ব্যক্তিদের এনে শিক্ষার্থীদের ভালো মানবিক মানুষ হওয়ার অনুপ্রেরণা যোগাতে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ ও চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব মকবুল আহমেদ, সুযোগ্য জেলা পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, সুযোগ্য জেলা প্রশাসক জনাব শাহগীর আলম।
চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুন সভাপতির বক্তব্যে বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্ম কে এগিয়ে আসতে হবে। তিনি বলেন অভিবাবকদের দাবীর প্রেক্ষিতে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি চালুর বিষয়ে আমরা ভাবছি।
সবাই কে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।