
মোহাম্মদ মনিরুজ্জামান সাগর, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা অবস্থিত চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত ১৮তম শিশু মেধাবৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ ও আঞ্জুমানআরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে এবছর ব্রাহ্মণবাড়িয়া জেলার ৭টি উপজেলা থেকে ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০৬৩ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক গ্রেড-১, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ফাহিমা খাতুন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবু জীবন ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।