লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): ইসলামীক রিলিফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় চিলমারী ইউনিয়নে ৪৫১ পরিবারের মাঝে এবং নয়ারহাট ইউনিয়নে ৪৫১ পরিবারসহ মোট ৯০২ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রতিটি পরিবারে ২টি কম্বল, ২টি শাল এবং ১টি সোয়েটার গরীব উন্নয়ন সংস্থা (জিইউএস) এর উদ্যোগে ২৪ ও ২৫ নভেম্বর অফিস সরকারি বিধি-নিষেধ মেনে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতা সংস্থা ইসলামীক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি মো. হারুনুর রশিদ, গরিব উন্নয়ন সংস্থা (জিইউএস) এর নির্বাহী পরিচালক মো. আ. লতিফ, এসআই মো. ফারুক মিয়া, এসআই মো. আ. মালেক মিয়া ও মো. আ. মতিন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিক লিটন সরকার, সাংবাদিক সাহের আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।