বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চুনারুঘাটে মুড়ারবন্দ মাজারে ৩ দিনব্যাপী ওরস ১৪ জানুয়ারি শুরু

মো. নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরিফে তিন দিনব্যাপী ৭০৪তম পবিত্র বার্ষিক ওরস শুরু হবে ১৪ জানুয়ারি থেকে।

জানা যায় , হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) এর সিলেট বিজেতা হযরত শাহ জালাল (রহঃ) এর ভাগিনা অন্যতম সঙ্গী ও সিলেট যুদ্ধ অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি এবং সিলেট প্রাচীন ইতিহাসে লিপিবদ্ধ বহুল আলোচিত তরফ রাজ্য ১৩০৪ খ্রিস্টাব্দে তার মাধ্যমে বিজিত হয়। ফলে এই তরফ রাজ্যে চুনারুঘাট উপজেলা মুড়ারবন্দ নামক স্থানে হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী(রহঃ) পূর্ব-পশ্চিম রওজা শায়িত রয়েছেন।

সিলেটে ৩৬০ আউলিয়া মধ্যে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফ হিসেবে দেশ-বিদেশে পরিচিত। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরিফে হাজার হাজার আশেকান ভক্তবৃন্দ জিয়ারত করতে আসে এবং সারা দেশে এ দরবার শরীফে আশেকান ভক্তবৃন্দ রয়েছে। আবার কেউ মানত নিয়ে এসে মিলাদ মাহফিল করতে দেখা যায়।

৭০৪তম পবিত্র বার্ষিক ওরস আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতি বছরের ন্যায় এবারও মাজার শরিফে তিন দিনব্যাপী বার্ষিক ওরস কমিটি পরিচালনায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নির্দেশে বিপুল সংখ্যক থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবক টিম কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে।

ওরস কর্মসূচির মধ্যে রয়েছে, ১৪ জানুয়ারি ভোর সকালে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী শাহ সূফী আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ চিশতী সফি গিলাফ চড়ানো মধ্য দিয়ে প্রথমে পবিত্র ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ১৬ জানুয়ারি রাতে রওজা গোসল শেষে রাত ১২টা ১ মিনিটে আখেরী মোনাজাতের মাধ্যমে ৭০৪তম বার্ষিক পবিত্র ওরস সমাপ্তি হবে। প্রতি বছরের ন্যায় এবার ও দেশের বিভিন্ন স্থানের আশেকান ভক্তবৃন্দকে মুড়ারবন্দ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) সহ ১২০ আউলিয়া দরবার শরিফে শান্তিপূর্ণভাবে পবিত্র বার্ষিক সফল করার লক্ষ্য আমন্ত্রণ জানিয়েছেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরিফের মোতাওয়াল্লী।

অপরদিকে আশেকান ভক্তবৃন্দরা কারো কোনো মানত করা কিছু দান করার ইচ্ছা থাকলে এবং কারো কাছে হাতে না দিয়ে সরাসরি দরবার শরিফে এসে দিলে ভালো হয়। অথবা সরাসরি আশেকান ভক্তবৃন্দরা মোতাওয়াল্লী ০১৭১৬-১৩৭৯৬১ মুঠোফোনে যোগাযোগ করতে পারেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ