শুক্রবার, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চেয়ারে বসলেন নবনির্বাচিত চেয়ারম্যান বকুল

আবুল হাশেম, রাজশাহী : রাজশাহীর মোহনপুরে ৩য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন আফজাল হোসেন বকুল। এর আগে তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক ঘাসিগ্রাম ইউপির চেয়ারম্যান ছিলেন।

গত ২৫ জুন শপথ গ্রহণ শেষ করে তিনি উপজেলা পরিষদের দ্বায়িত্বভার গ্রহণ করেন। এরপর তিনি জনগণকে সাথে নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অফিসে বসার ঘোষণা দেন। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বাসভবনে কোনো আসবাবপত্র না থাকায় এবং বাসভবনটি বসবাসের অনুপযোগী হওয়ায় পিছিয়ে যায় দোয়া ও মোনাজাতের অনুষ্ঠান।

বাসভবন ও অফিস বসার উপযোগী করে শনিবার বেলা ১০ টার দিকে উপজেলার নতুন অডিটোরিয়াম দোয়া ও সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাসিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর মোরশেদ রনজু, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান, থানা কর্মকর্তা ওসি হরিদাস মন্ডল, বাকশিমইল ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক সোহরাব হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ওসমান গনিসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার কোরআনের হাফেজগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা খ ম শামসুল ইসলাম। মোহনপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

দোয়া ও মোনাজাত শেষে সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন বকুলকে উপজেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে নিয়ে যান এবং অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ আসাদুজ্জামান আসাদ গভীর নলকূপের অপারেটর নিয়োগ, আবাদ ফসলে অতিরিক্ত ফি আদায়, স্কুল-কলেজে টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য ও পুকুর খনন বন্ধ কঠোর হুঁশিয়ারি ছাড়াও জনসেবা পেতে যে কোন মানুষ হয়রানির মধ্যে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ