রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাতকের ইউপি চেয়ারম্যান র‍্যাবের হাতে গ্রেফতার

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা অদুদ আলমকে (৫৬) গ্রেফতার করেছে র‍্যাব- ৯ এর একটি দল।

রোববার দুপুরে র‍্যাব- ৯ এর একটি দল সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অদুদ আলমকে কোতোয়ালি থানায় সোর্পদ করা হয়েছে। তিনি কালারুকা গ্রামের মৃত হাজী আকবর আলীর ছেলে।

জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সিলেট কোতোয়ালি থানায় নাশকতা ও হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার আসামি ইউপি চেয়ারম্যান অদুদ আলম ওই মামলায় পলাতক ছিলেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র‍্যাব-৯ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল সিলেট জেলার জালালাবাদ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী অদুদ আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে এসএমপি, সিলেট কোতয়ালী থানায় তাকে হস্তান্তর করা হয়।

এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে সিলেট র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন, সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ