বুধবার, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছুটির দিনেও হিলি স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক

কৌশিক চৌধুরী, হিলি: আজ পহেলা বৈশাখ। সরকারি ছুটি থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল সহ বিভিন্ন পণ্য আমদানি অব্যাহত রয়েছে। সরকারি ছুটির দিনে বিশেষ ব্যবস্থাপনায় ভারত চাল সহ অন্য পণ্য আমদানি অব্যাহত থাকায় সরকারি সিদ্ধান্তকে সাদুবাদ জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। 
সোমবার পহেলা বৈশাখের সরকারি ছুটির দিনে রাজস্ব আহরনের লক্ষ্য এনবিআর এর গেজেট মতে চালের পাশাপাশি অন্য পণ্য আমদানি অব্যাহত রয়েছে।
হিলি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, পহেলা বৈশাখ সরকারি ছুটির কারণে বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও
ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে বন্দর চালু রাখা হয়েছে।
তবে শুধু চাল আমদানি হওয়ার কথা থাকলে ভারতীয় ব্যবসায়ীরা অন্য পণ্য রফতানি করায় হিলি চাল সহ অন্য পণ্য আমদানি অব্যাহত রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান জানান, সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল (১৫এপ্রিল) মঙ্গলবার পর্যন্ত দেশে চাল আমদানির শেষ সময়। তাই সীমান্তের ওপারে ভারতে পাইপলাইনে আটকে থাকা চাল বোঝাই ট্রাক গুলো দেশে প্রবেশ করতে না পারলে বন্দরের ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতো।
ছুটির দিনে সরকারি রাজস্ব আহরনের লক্ষ্য বন্দর দিয়ে আমদানি পণ্য গাড়ি দেশে প্রবেশ করতে সরকারের এই সিদ্ধান্তকে সাদুবাদ জানাচ্ছি। পাশাপাশি ভারতীয়, বাংলাদেশের মাননীয় বাণিজ্য উপদেষ্টা, রংপুর ও হিলি কাস্টমস কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এতে করে দেশে যেমন চাল আমদানির পরিমাণ বাড়বে তেমনি ব্যবসায়ীরাও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
হিলি বন্দরের শূন্য রেখার টালি খাতার হিসেব মতে দুপুর ১ টা পর্যন্ত ভারত থেকে চাল সহ অন্য পণ্যবাহী ৫০টি ভারতীয় ট্রাক এই বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *