
বান্দরবান প্রতিনিধিঃ রোয়াংছড়ি সাব জেন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ বলেছেন, প্রত্যেক শিশুর শৈশবের বেড়ে উঠা সহ বাল্যকালে তাদের শারীরিক ও মানষিক স্বাস্থ্য বিকাশে মায়েদের ভূমিকা অপরিসীম। আজকের শিশুরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে, তাই সুন্দর দেশ গঠনের জন্য আগামী প্রজন্ম কে সুন্দর ভাবে গড়ে তুলতে হবে।সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার সকল সম্প্রদায়ের জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে পাশাপাশি শিক্ষার প্রসারে ব্যাপক শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করছে এবং এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখা হবে।
সোমবার সকালে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় প্রকল্প অফিস প্রাঙ্গনে পাবর্ত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প কমিউনিটি ডেভেলপমেন্ট কন্সার্ন (সিডিসি) এর আওতায় বিভিন্ন সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রোয়াংছড়ি সাব জেন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ।
এ সময় তিনি প্রকল্পের আওতায় ১০৮ জন মায়েদের মাঝে হস্তশিল্প, সেলাই মেশিন,পশু পালন সহায়তা প্রদান,গবাদি পশু শুকর, ছাগল বিতরণ করেন এছাড়া পাঁচ বছরের নীচে ১০৮জন শিশুকে খাদ্য সহায়তা হিসেবে ডাল ১কেজি, তৈল ১ লিটার, হরলিক্স ৫০০ গ্রাম ৩টি করে ডিম তাদের অভিভাবকদের প্রদান করা হয়।
শিক্ষা সহায়তা হিসেবে ৫৫ জন কলেজ ছাত্রছাত্রীকে জনপ্রতি ৩০০ এবং ৭২ জন মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের জন প্রতি ৫৫০ টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করা হয় এছাড়া পুষ্টি জাতীয় খাদ্য উপকরণ এবং শীতকালীন সুয়েটার সহ বিভিন্ন সামগ্রী উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানের পারনু কুম বম সঞ্চালনায় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার এস ডব্লিউ জিয়া। এসময় শতাধিক অভিভাবক ও শিশুরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ এই ধরনের কার্যক্রম বৃদ্ধির জন্য এনজিওদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি বিভিন্ন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়েদের পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, যেকোনো বিপদে সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকবে। তাদের চিকিৎসা সহ সার্বিক দেখভাল, প্রশাসনিক সুবিধা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এই সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।