কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : দ্বিতীয় ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জনসমর্থনে এগিয়ে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। গত কয়েক বছর ধরেই উপজেলার সর্বসাধারণ মানুষের উন্নয়নে কাজ করছেন তিনি। সফল এই ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ নিজ উদ্যোগেও বহু উন্নয়নে অবদান রেখেছেন। যার ফলে মানুষের সমর্থনে এবারের নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তিনি। ইতিমধ্যেই তার প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পাড়া মহল্লা।
সরেজমিনে নির্বাচনী মাঠ ঘুরে দেখা যায়, মোটরসাইকেল উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিম আজাদের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। সাধারণ ভোটার, নেতাকর্মী ও সমর্থকরা উপজেলার আনাচে কানাচে জোরেসোরে প্রচারণা চালাচ্ছেন। যার কারণে প্রতিটি এলাকার ভোটারদের চোখে মুখে সেলিম আজাদের নাম উঠে এসেছে।
এদিকে বিগত ৫ বছর ধরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। সরকারি অনুদানের পাশাপাশি নিজেস্ব অর্থায়নেও মানুষের সেবা করেছেন তিনি। এতে দীর্ঘদিন ধরেই উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে সেলিম আজাদের প্রতি আস্থা তৈরি হয়েছে। এ আস্থা নিয়ে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন সেলিম আজাদ। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী কালিয়াকৈর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন শিকদার।
চাপাইর ইউনিয়ম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিব আল রাজি বলেন, সেলিম আজাদ যোগ্য নেতা, যোগ্য জনপ্রতিনিধি। তিনি বিগত বছর থেকে অদ্যাবধি কালিয়াকৈর উপজেলার ধনী গরিব ও মেহনতী মানুষের জন্য কাজ করেছেন। মানুষ আস্থার জায়গা পেয়েছে। জনগণের বিপুল ভোটে সেলিম আজাদ বিজয়ী হবে।
আওয়ামীলীগ নেতা নূরে আলম সিদ্দিকী বলেন, জনগণ এখন বুঝে আস্থার জায়গা কোথায়। আর এই আস্থা সেলিম আজাদ বছরের পর বছর নিরলস ভাবে মানুষের সেবা করে তৈরি করেছে। আমরা আশাকরি এবারের নির্বাচনে বিপুল ভোটে সেলিম আজাদ বিজয়ী হবেন।
প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দুই জন। ভাইস চেয়ারম্যান প্রার্থী সাত জন ও মহিলা ভাইস চেয়ারম্যানে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।