খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার আটগাঁও চৌরাস্তা এলাকার ২ নং ওয়ার্ড, ৪ নং ইউনিয়নের মো. সিয়াম জন্মগতভাবে প্রতিবন্ধী। শিশুটি ঠিকভাবে খেতে পারে না এবং হাঁটতেও পারে না। এছাড়া প্রায়ই তার মুখে লালা পড়ে।
তার পিতা মো. আনোয়ার একজন কৃষক। তার মা সালমা বেগম একজন গৃহিণী। পিতার কৃষিকাজ থেকে যা উপার্জন হয়, তা তাদের পরিবারের দৈনন্দিন খরচেই শেষ হয়ে যায়। তাই শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, সময়মতো চিকিৎসা করা হলে সিয়ামের সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মো. সিয়ামের মা সালমা বেগম প্রতিদিন এই অসহায় অবস্থার মধ্যে সংগ্রাম করে যাচ্ছেন। পরিবারের এই দুঃসময়ে সকলের সহযোগিতা শিশুটির জীবনে পরিবর্তন আনতে পারে। তাই সিয়ামের চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রয়োজন।
যারা এই মানবিক কাজে অংশ নিতে চান, তারা ০১৭৯৯৭৯৪৭০৬ এ মোবাইল নম্বরে যোগাযোগ করে সাহায্য পাঠাতে পারেন।
এছাড়া কেউ সরাসরি পরিবারটির বাসায় গিয়ে সহায়তা করতে চাইলে উল্লেখিত ঠিকানায় যেতে পারেন: আটগাঁও চৌরাস্তা, ২ নং ওয়ার্ড, ৪ নং ইউনিয়ন, বোচাগঞ্জ, দিনাজপুর।
আপনার সাহায্যই হতে পারে একটি শিশুর নতুন জীবনের সূচনা। আপনার একটি সহানুভূতির হাতই পারে এই পরিবারকে নতুন আশা দিতে।