
জবি প্রতিনিধি : এআইএস বিভাগ, জবি এবং আইসিএবি-এর সাথে কোর্স অব্যাহতি বিষয়ে এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় এআইএস বিভাগের গ্রেজুয়েটবৃন্দ ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে (১৭ ব্যাচ থেকে) সিএ প্রোগ্রামের চারটি কোর্সে অব্যাহতি দেওয়া হয়।
এরআগে Exemption এর নীতিমালা প্রণীত হবার পর আইসিএবি ২০১৬ সালে প্রথম এআইএস বিভাগ, জবি’র সাথে চুক্তি করেছিল। পরে গত মঙ্গলবার নতুন সিপিএল নীতিমালা অনুমোদিত হয়েছে। নতুন নীতিমালার অধীনে এবারও এআইএস বিভাগ, জবি’র সাথে প্রথম এমওইউ স্বাক্ষরিত হয়।
এক্ষেত্রে আইসিএবি’র বর্তমান সভাপতি, সাবেক সভাপতি এবং আইসিএবি ম্যানেজমেন্ট টীমের সংশ্লিষ্ট সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম আর আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।
এদিকে বিভাগের বর্তমান সভাপতি মো. শফিকুল ইসলামের ছিল সর্বশেষ কর্মদিবস আজ।
তিনি বলেন, এই অর্জনের পিছনে রয়েছে তাঁর অক্লান্ত প্রচেষ্টা আর আন্তরিকতা। এই চুক্তি আজ দ্বারা এআইএস বিভাগের ছাত্র-ছাত্রীরা তথা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যথেষ্ট উপকৃত হবে।