বুধবার, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জমি দখল নিয়ে উত্তপ্ত কক্সবাজারের গ্রামাঞ্চল

মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজার: কক্সবাজারের বিভিন্ন গ্রামীণ এলাকায় দিন দিন বেড়ে চলেছে জমি দখল ও মালিকানা সংক্রান্ত বিরোধ। এক সময়ের শান্ত জনপদগুলো আজ পরিণত হচ্ছে অশান্ত এলাকায়।

প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে সংঘর্ষ, মামলা-মোকদ্দমা ও সহিংসতার ঘটনা, যা নষ্ট করে দিচ্ছে গ্রামীণ জীবনের স্বাভাবিক ছন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব থেকে শুরু করে প্রভাবশালী মহলের অবৈধ দখল—সবক্ষেত্রেই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জমি রক্ষায় প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে কেউ হারাচ্ছেন প্রাণ, আবার কেউ সারাজীবনের জন্য পঙ্গুত্ববরণ করছেন।

বিশেষজ্ঞদের মতে, জমি সংক্রান্ত বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করা গেলে জেলার বড় একটি অংশের অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। কিন্তু প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক প্রভাব এবং মামলার দীর্ঘসূত্রতায় ভুক্তভোগীদের কষ্ট যেন শেষই হচ্ছে না।

জানা গেছে, কক্সবাজার সদর, ঈদগাঁও, রামু, চকরিয়া, মহেশখালী ও টেকনাফ উপজেলায় সাম্প্রতিক মাসগুলোতে ডজনখানেক সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই জমি দখলকে কেন্দ্র করে। এসব ঘটনায় প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন বহু মানুষ।

ভুক্তভোগীদের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি, নিয়মিত ভূমি জরিপ এবং দখলবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে এই সহিংস প্রবণতা অনেকটাই কমে আসবে, ফিরে আসবে গ্রামীণ শান্তি ও স্থিতি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ