বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে আগ্রহ বাড়ছে তিল চাষে

এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে আগ্রহ বাড়ছে তিল চাষে। চলতি রবি চাষাবাদ মৌসুমে অন্যান্য ফসলের পাশা-পাশি জেলার পাঁচবিবি উপজেলায় তিল চাষে আগ্রহ বাড়ছে প্রান্তিক চাষীদের। কম খরচে বেশি লাভ তাই দিন দিন বেড়ে চলেছে তিলের চাষ ।উপজেলার বিভিন্ন এলাকায় চাষ করা হচ্ছে তিল। তবে উপজেলা কৃষি অফিসের কাছে তিল চাষাবাদের সঠিক তথ্য না থাকলেও প্রায় ২০/২২ হেক্টর জমিতে তিলের চাষ হচ্ছে বলে ধারণা করছেন কৃষি অফিস।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, বিঘা প্রতি তিল চাষে খরচ হয় ৩-৪ হাজার টাকা । প্রতি বিঘায় তিল উৎপাদন হয় ৪-৫ মণ। বাজারে প্রতি মন তিল বিক্রি হয় ৮- ১১ হাজার টাকা। এতে লাভ হচ্ছে খরচের কয়েকগুণ বেশি ।

উপজেলার দমদমা গ্রামের আনিছুর রহমান জানিয়েছেন, এবছর ৪ বিঘা জমিতে তিল চাষ করেছি। তিল চাষে সার ও কীটনাশক তেমন লাগে না বললেই চলে। গরু-ছাগলেও তিল তেমন একটা খায় না। ফলে রক্ষণাবেক্ষণে খরচ হয় খুবি সামান্য।

ধরঞ্জী গ্রামের তিল চাষি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আমি প্রায় এক বিঘা জমির আইলে তিল বুনেছি। মাঝে অন্যান্য সবজিও রয়েছে। তিলের গাছ জমির বেড়া হিসেবে কাজ করে। এ কারনে ক্ষেতে গরু- ছাগল প্রবেশ করতে পারে না।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান জানিয়েছেন, তিলের বহুবিধ ব্যবহার থাকলেও ভোজ্য তেল হিসেবে তিলের তেল কোলেস্টেরল মুক্ত ও উন্নত মানের। সম্প্রতি উপজেলায় বিভিন্ন অঞ্চলে তিলের চাষ বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি বিভাগ কৃষকদেরকে সার্বিক পরামর্শ ও তিল চাষে উৎসাহিত করছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ