
এস রহমান সজীব, জয়পুরহাট : জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহভাপতি অ্যাডভোকেট জিপি মোমিন আহম্মেদ চৌধুরীর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রোববার রাতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা সম্পন্ন হয়। কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পেশ ইমাম ও জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন জানাজার নামাজে ইমামতি করেন।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন , জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট সহসভাপতি এস এম সোলায়মান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মাসুদ রানাসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
এর আগে রোববার দুপুর ১ টা ১০ মিনিটে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।