
মো. সালেহুর রহমান সজীব, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটনের বিরুদ্ধে আনা ‘কাল্পনিক ও ভিত্তিহীন’ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যরা।
রোববার বিকেল ৪টায় জয়পুরহাট শহরের কুন্ডুপাড়ায় চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টনের বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিষদের সদস্যদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৫ মে কতিপয় স্বার্থন্বেষী ব্যক্তি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটনের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। অভিযোগে বলা হয়, তিনি গত ৫ আগস্ট থেকে অফিসে অনুপস্থিত রয়েছেন এবং জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু বাস্তবে চেয়ারম্যান নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন, সালিশ-বিচার, জন্ম সনদ প্রদান, বিভিন্ন সরকারি-বেসরকারি সভায় অংশগ্রহণসহ ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করায় তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর থেকে তিনি কোনো দলীয় রাজনীতিতে সক্রিয় নন। ফলে তাকে আওয়ামী লীগের সহযোগী বলা অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে পরিষদের সদস্যরা জানান, মামুনুর রশিদ মিলটন একজন সৎ ও জনপ্রিয় চেয়ারম্যান। তার বিরুদ্ধে আনা অভিযোগ একটি ষড়যন্ত্রের অংশ, যা একটি কুচক্রী মহলের হীন উদ্দেশ্য চরিতার্থ করতে করা হয়েছে। তারা বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় ইউপির প্যানেল চেয়ারম্যান আরমিনা, ইউপি সদস্য হযরত আলী, আনোয়ার হোসেন, মুশফিক, তহমিনা ও নূরবানু উপস্থিত ছিলেন।