মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জয়পুরহাটে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এস রহমান সজীব, জয়পুরহাট: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় গোল্ড কাপ অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা দলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে জয়পুরহাট পৌরসভা বালিকা দল ১-০ গোলে পাঁচবিবি পৌরসভা বালিকা দলকে হারায়। পরে ২য় খেলায় জয়পুরহাট সদর উপজেলা বালক দল ১-০ গোলে পাঁচবিবি উপজেলা বালক দলকে হারিয়ে মাঠ ছাড়ে।

শেষে বিজয়ী দুই দলের খেলোয়ারদের মাঝে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র পরিচালক এম.এ করিমসহ অন্যান্য কর্মকর্তা।

জয়পুরহাটে দীর্ধ দিন পর বালক বালিকাদের মাঠ মাতিয়ে তোলা মনোমুগ্ধকর এমন খেলা অনুষ্ঠিত হওয়ায় দারুণ খুশি খেলোয়ার ও দর্শকরা। আয়োজকরা বলছেন-তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে মুক্ত রাখতে এবং তাদের শারীরিক গঠন ঠিক করতেই এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *