বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে বিএনপি নেতার ইফতার ও দোয়া মাহফিল

মো. সালেহুর রহমান সজীব, জয়পুরহাট: জয়পুরহাটে বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) আফরোজা আক্‌তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা: সবুর আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।

এছাড়াও ইফতার অনুষ্ঠানে বিএনপিসহ সমমনা দলের নেতা কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরাও অংশ করেন।

দোয়া ও ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করেন আগত রোজাদাররা।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাট শহর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের নতুনহাট এলাকায় শহরের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, শহর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. মিজানুর রহমান, ৬নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর মামুনুর রশীদ মামুন, সাবেক ছাত্রদল নেতা কাজী আসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এ সময় বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ