বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে  ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন ও আরো ১ জনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ৩০ জানুয়ারি,২০২৪ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার মহিপুর এলাকার ছানোয়ার হোসেন, সদরের রহিমাপুর এলাকার রাব্বি হাসান লিটন ও ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মাহফুজ। এছাড়া দিনাজপুরের হাকিমপুর উপজেলার এরফান রশিদকে ১০ বছরের সাজা দেওয়া হয়। এর মধ্যে ছানোয়ার পলাতক রয়েছেন।মামলা সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার নিলতাপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী মেরিনার কিছু টাকা মানুষের কাছে সংরক্ষিত ছিল। সেই টাকা ছানোয়ার দীর্ঘদিন থেকে এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরই জেরে ২০১৯ সালের ১০ মার্চ রাতের কোনো একসময় আসামি ধারালো অস্ত্র দিয়ে মেরিনাকে মাথায় ও ঘাড়ে আঘাত করে হত্যা করেন।অপরদিকে, ২০২১ সালের ১৩ ডিসেম্বর সদর উপজেলার ধলাহার রঘুনাথপুর এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিল সহ রাব্বি হাসান লিটন ও ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর বিনধারা এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিল সহ মাহফুজ ও এরফানকে গ্রেফতার করেন পুলিশ।পাবলিক প্রসিকিউটর এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল  রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ