বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুুরহাটের ক্ষেতলালে দু’দিন ব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের শুভ উদ্ধোধন

নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি: শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলার সকল স্তরের শিক্ষকদের সঙ্গে দু’দিন ব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের শুভ উদ্ধোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

শুক্রবার (৩ মার্চ) বিকেল ৩ টায় ক্ষেতলাল সরকারি এস এ কলেজ মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ৩ হাজার শিক্ষককে মধ্যাহ্ন ভোজ করান জেলা ও উপজেলার স্থানীয় নেতৃবৃন্দরা।

জানাগেছে, জয়পুরহাট-২ আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর উদ্যোগে শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষে কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার প্রায় ৩ হাজার শিক্ষকদের নিয়ে দু’ দিন ব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের আয়োজন করেন তিনি।

উদ্ধোধনী আলোচনা সভা আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ হাবিবুর রহমান। সম্মানিত অতিথি জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যক্তিগত সহকারী ও বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের আহ্বায়ক তোফাজ্জল হোসেন, (উপসচিব)ক্ষেতলাল উপজেলা নির্বাহি কর্মকর্তা নুসরাত জাহান বন্যা সহ শিক্ষক প্রতিনিধি, মেয়র, জনপ্রতিনিধি প্রমুখ।

আগামী শনিবার (৪ মার্চ) অনুষ্ঠানের সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু এমপি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ