শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুুরহাটে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে পাষণ্ড স্বামীর মৃত্যুদণ্ড

নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসুলপুর গ্রামের যৌতুকের দাবিতে ৭ মাসের গর্ভবতী স্ত্রী লাইলী বেগমকে হত্যা দায়ে পাষণ্ড স্বামী জুয়েল কে মৃত্যদন্ডাদেশসহ (৫০) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে বিজ্ঞ আদালত। 

মঙ্গলবার (২৮ শে ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন। 

মামলার বিবরনে জানা যায়,দাম্পত্য কলহের জেরে ২০০৭ সালের ২৩ শে জুলাই রাতে জুয়েল তার ৭ মাসের গর্ভবতী স্ত্রী লাইলী বেগম কে যৌতুকের দাবিতে এলোপাতাড়ি মারপিট করলে ঘটনাস্থলেই লাইলী বেগম নিহত হন। 

ঘটনাটি ধামাচাঁপা দিতে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে জুয়েল প্রচার করতে থাকে। এতে সন্দেহ হলে এলাকা বাসী পুলিশকে খবর দেয়। বিষয়টি বুঝতে পেরে জুয়েল কৌশলে পালিয়ে যায়।  পরের দিন নিহতের বড় বোন রাবেয়া খাতুন ২০০৭ সালে ২৪ শে জুলাই ক্ষেতলাল থানায় উপস্থিত হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ক্ষেতলাল থানার তৎকালীন এসআই আতিয়ার রহমান তদন্ত শেষে তিন জনের নাম উল্লেখ করে ২০০৭ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।বিজ্ঞ আদালতে দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার জুয়েলকে মৃত্যুদণ্ডসহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও মামলার আরো দুইজন আসামী নিহত লাইলী বেগমের শ্বশুর-শাশুড়িকে খালাস এর আদেশ দেন বিজ্ঞ আদালতের বিচারক।

মামলার রাষ্ট্র পক্ষের অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল-(পিপি) এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী পক্ষের আইনজীবী উজ্জ্বল হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন,আমরা এ রায়ের বিশেষে সন্তুষ্ট নয় তাই আমার এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ