
আলমগীর হোসেন হিরু, (চাটখিল ও সোনাইমুড়ী) প্রতিনিধ: ভারতের কলকাতা থেকে শান্তির জন্য জীবনের জন্য পদযাত্রা শুরু করে গান্ধী গবেষণা কেন্দ্রের ৪ কর্মী গত বুধবার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগের গান্ধী আশ্রম ট্রাস্টে আসেন। ঐ ৪ কর্মী হচ্ছেন -আরজুমান্দ জায়েদি,কাশিশ খানম, আনুশকা ও পার্নোমিতা ভাঙওয়াল। পদযাত্রীরা গত (৯ মার্চ) বৃহস্পতিবার সকালে কলকাতা গান্ধী গবেষণা কেন্দ্র থেকে গান্ধীর শান্তি পদযাত্রার বানী ” শান্তির জন্য জীবনের জন্য পদযাত্রা ” নিয়ে রওনা হয়ে বেনাপোল দিয়ে (১৫ মার্চ) বুধবার রাতে গান্ধী আশ্রম ট্রাস্টে এসে পৌঁছান।
পদযাত্রা সমাপ্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে গান্ধী আশ্রম ট্রাস্টের সভাকক্ষে ট্রাস্টের আয়োজনে গান্ধীর শান্তি পদযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও গান্ধী আশ্রম ট্রাস্টের নির্বাহী পরিচালক রাহা নব কুমারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয়াগ কলেজের অধ্যক্ষ জুনাব আলী, নারী অধিকার জোট নোয়াখালী জেলার সভাপতি লায়লা পারভিন, সাংবাদিক আনোয়ারুল হায়দার, গান্ধী কর্মী আরজুমন্দ, তন্দ্রা বড়ুয়া প্রমূখ। বক্তারা মহাত্মা গান্ধীর অহিংস নীতি মেনে চলার জন্য সভায় উপস্থিত সবাইকে আহবান জানান।