জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে কামরুজ্জামান সভাপতি ও শাজাহান কবির লেলিনকে সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার বিকেলে জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব জলঢাকার সভাপতি কামরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ওবায়দুল্লাহ সালাফি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ছাদের হোসেন, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, ও প্রেসক্লাব জলঢাকার প্রধান উপদেষ্টা অধ্যাপক সেলিমুর রহমান সেলিম, উপদেষ্টা প্রভাষক মুজাহিদ মাসুম, উপদেষ্টা হামিমুর রহমান হামীম, উপদেষ্টা হাবিবুর রহমান হালু, গণ অধিকার পরিষদের নেতা মোহাইমেনুর রহমান সানা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও ইকবাল জিয়াদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সম্পাদক শাজাহান কবির লেলিন ও সহ সভাপতি হাসিবুল ইসলাম মিতু।
কমিটিতে জলঢাকা সরকারি কলেজের অধ্যাপক সেলিমুর রহমান সেলিম কে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও সিনিয়র সাংবাদিক কামরুজ্জামানকে সভাপতি এবং শাজাহান কবির লেলিনকে সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আধুনিক জলঢাকা বিনির্মাণে কাজ করার আহবান জানান।