বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জলঢাকায় রাস্তা ভেঙে খালে, ঝুঁকি নিয়ে চলাচল

মশিয়ার রহমান, বিশেষ প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলার ১নংগোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর বাজারে যাওয়ার রাস্তা এটি। জলঢাকা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে গোলমুন্ডা হয়ে চৌতনের ঘাট ব্রীজ পাড় হয়ে ভাবনচুর বাজার, চর হলদীবাড়ি যাওয়ার রাস্তা। চৌতনের ঘাট থেকে ভাবনচুর বাজার পযর্ন্ত পাশ দিয়ে বয়ে গেছে ধুম নদী। প্রবল বৃষ্টির কারণে ও উজানের আবাদী জমির পানি নেমে আশায় রাস্তার বেশির ভাগই ভেঙে গেছে। যানচলাচলে বিঘ্ন ঘটছে।

ভাবনচুর চৌতনের ঘাট থেকে ভাবনচুর চরভরট, হলদীবাড়ি মানুষের চলাচলের একমাত্র এই স্থলপথ।এলাকার মানুষের ব্যবসা, বাণিজ্যের জন্য জলঢাকা, চাপানীহাট যাওয়ার একমাত্র পথ। চৌতনের ঘাট থেকে ভাবনচুর বাজার পযর্ন্ত পুরো রাস্তাটি খানাখন্দে ভরপুর। গাড়ি চলাচলের উপযোগী নয়। অনেক কষ্ট করে চলাচল করতে হয়।

এছাহাকের জানের পাড় নামক স্থানে রাস্তা ভেঙে প্রায় নদীগর্ভে বিলীন। এমন অবস্হা যে গাড়ি, ভ্যান, ট্রাক্টর যাওয়া তো দূরের কথা মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে চলাচল করাটা একদম মরণফাঁদের মতো। একটু এদিকে সেদিক হলেই ঘটবে দুর্ঘটনা। এ প্রতিবেদন লেখার কিছুদিন পূর্বে বেশ কয়েকটি যান পড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সমাজসেবক মো. সহিদার রহমান জানান, ভাবনচুর বাজার যাওয়ার রাস্তার বেহালদশা। ভাঙনের ফলে চলাচল করা খুব কঠিন। প্রতিনিয়ত ভ্যান, রিকশা, ট্রাক্টরসহ বিভিন্ন বাহনের ব্যাপক ক্ষতি হচ্ছে। এমনিতে রাস্তা চলাচলের উপযোগী নয়। দু’ধারে বাঁশ লাগিয়ে দখল করে নিয়েছে এলাকার কিছু মানুষ। এতে করে দুর্ঘটনা ঘটছে। আপনাদের মধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আবেদন হাজার হাজার মানুষের একমাত্র রাস্তাটি পাইলিং এর ব্যবস্থা করে মাটি ভরাট করে দিলে চলাচলের সুব্যবস্থা হত।

গোলমুন্ডা ইউনিয়ন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, ব্রীজের নিচে সমস্ত জমি খাস। উজানের জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি রাস্তার পাশ দিয়ে না দিয়ে সোজা করে নদীতে পানি নামানো ব্যবস্থা করলে পরবর্তীতে এভাবে রাস্তা ভেঙে যাবে না। সেই সাথে কিছু ব্যক্তি রাস্তায় বাঁশ লাগিয়ে রাস্তা দখল করে নিয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ