
মাহমুদ আলহাছান, জলঢাকা(নীলফামারী): নীলফামারী জেলার জলঢাকায় শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে সিরাতুন্নবী(সা.) উপলক্ষে শনিবার রাতে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জলঢাকা বাস টার্মিনালে সুবিশাল প্যান্ডেলে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের রংপুর মহানগর সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাসুলুল্লাহ (সা.) এর পরিপূর্ণ অনুসরণের মধ্য দিয়েই সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। ব্যাক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ বাস্তবায়িত হলে সমাজে হিংসা, হানাহানি, লুন্ঠন, চাঁদাবাজি বন্ধ হতে বাধ্য।
শ্রমিক কল্যান ফেডারেশন জলঢাকা উপজেলার সভাপতি জনাব রায়হানুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন নীলফামারী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল।
অনুষ্ঠানে নীলফামারী জেলা জামায়াতের প্রচার সম্পাদক প্রভাষক সাদের হেসেন, জলঢাকা উপজেলা জামায়াতের আমির জনাব মোখলেছুর রহমান মাস্টার, জামায়াতের উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মোয়াম্মার আলহাছান, সহকারী সেক্রেটারি প্রভাষক মুজাহিদ মাসুম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ফয়সাল মুরাদসহ উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
রাসুল্লাহ (সা.) এর সিরাত তথা জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মাওলানা আরিফ আল মামুন ও রংপুর বাস টার্মিনাল মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আব্দুর রশীদ সরকার।