
ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে সহকারী অধ্যাপক সেলিমুর রহমান সেলিম ৩৬২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দি প্রার্থী ফয়সাল হোসেন শাহ পেয়েছে ১৯০ ভোট। সেক্রেটারি পদে শিক্ষক আসাদুজ্জামান ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী শিক্ষক আবুল কালাম আজাদ পেয়েছে ১৪৬ ভোট। অপর সেক্রেটারি প্রার্থী লাভলী বেগম পেয়েছে ১৪২ ভোট। এছাড়াও বিনা প্রতিদ্বন্দিতায় ভাইসচেয়ারম্যান পদে শামীম নেওয়াজ হাফিজ, ট্রেজারার পদে আসাদুজ্জামান মানিক ও ডিরেক্টর পদে ২জন হলেন আব্দুল্লাহ এবং শাহ আলম স্বাধীন চৌধুরী নির্বাচিত হয়েছেন। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাজিমুল হক চৌধুরী।