
ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) : নীলফামারীর জলঢাকায় ৩৪৫ বোতল ও একটি পাথর বোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করেছেন থানা পুলিশ। সোমবার ভোর রাতে বালাগ্রাম ইউনিয়নের মন্তেরডাঙ্গা মেইন সড়ক হতে ট্রাক সহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার বাউরা নবীনগর এলাকার ফারুক হোসেনের ছেলে সোহেল রানা অপরজন ওই এলাকার হোসেন আলীর ছেলে হুমায়ূন কবির জসিম।
জলঢাকা থানা সূত্রে জানা যায়, নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে ও অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পূর্ব বালাগ্রাম মৌজাস্থ মন্থেরডাঙ্গা বাজারে জিয়া টেলিকম নামক দোকানের সামনে ডিমলা -জলঢাকাগামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে একটি টাটা হলুদ রঙের ট্রাক থামানো হয়। ট্রাকের বহন করা পাথরের ভিতরে মাদক পাওয়া য়ায়। এ সময় ওই দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।