
জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় পাঁচ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছেন থানা পুলিশ।
সোমবার ভোর রাতে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়। আটকৃত ব্যক্তিদ্বয় হলেন ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছ চাপানী ইউনিয়নের আনিছুর রহমানের ছেলে সাফিন ইসলাম (২৮) ও ওই এলাকার প্রয়াত ওসমান গনির ছেলে জহিরুল ইসলাম (৪৫)।
থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা থানাধীন ৩ নং বালাগ্রাম ইউনিয়নের বালাগ্রাম মৌজাস্থ ৪ নং ওয়ার্ডের জনৈক রাবেয়া বেওয়া এর বসতবাড়ি সংলগ্ন বালাগ্রাম হতে জলঢাকাগামী পাকা রাস্তার উপর ভোর ৫.৪৫ মিনিটে তাদেরকে আটক করা হয়। এ সময় ৫ কেজি গাঁজা মোটরসাইকেলে বহন করার সময় উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।