
ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর জলঢাকায় জুয়ার আসর থেকে ডাবু ও ফরগুটিসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে ধর্মপাল ইউনিয়নের দক্ষিণ পাইটকা পাড়ার দেওনাই নদীর বালুর চরে ডাবু এবং ফরগুটি’সহ জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।এসময় অন্যান্য জুয়াড়িরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন,খেরকাটি চেয়ারম্যান পাড়ার মোহাম্মদ মানিক মিয়া (৪২), পাইটকাপাড়ার মো. আনারুল ইসলাম (৩০), ডোমার হরিনচড়ার নুরুল ইসলাম(৪০), সদর থানার লক্ষীচাপ ইউনিয়নের বাবুল হোসেন (৪৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন, জলঢাকা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাল ইউনিয়নের দেওনাই নদীর বালুর চর থেকে জুয়ারত অবস্থায় সরঞ্জাম’সহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলায় রুজু করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।












