ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় শান্তিপূর্ণ ভাবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার দুটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ জানান, উপজেলায় মোট পরীক্ষার্থী ১ হাজার ৮ শত ৪ জন। এর মধ্যে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৭৯ জন ও পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৭২৫ জন পরীক্ষার্থী।
দুই কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৩৪ জন পরীক্ষার্থী। উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম পরীক্ষা কেন্দ্র দুটি পরিদর্শন করে বলেন, পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।