বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জলঢাকায় স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ স্কাউটস-এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ আগস্ট) সকালে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস্ এর সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

এ সময় তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে জলঢাকা উপজেলায় স্কাউট আন্দোলন জোড়দার করার আহবান জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি ) এবি এম সারোয়ার রাব্বি, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র দেবীগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আকবর আলীসহ উপজেলা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মুশফিকুর রহমান ও পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্কাউট ও কাব ইউনিট লিডার গন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ স্কাউটস-এর ত্রি বার্ষিক কাউন্সিলে উপজেলা স্কাউটের কমিশনার বঙ্কিম চন্দ্র রায়, সম্পাদক মর্তুজা ইসলাম ও কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম লাবলুকে ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস-এর সভাপতি ময়নুল ইসলাম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *