শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

নীলফামারী প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জলঢাকায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা । এতে উপজেলা চেয়ারম্যান পদে মো: আনছার আলী মিন্টু (ঘোড়া), ভাইস-চেয়ারম্যান (পুরুষ) শাহিনুর রহমান (টিউবওয়েল ) ও দ্বিতীয় বারের মতো ভাইস-চেয়ারম্যান (মহিলা) হিসেবে মোছা: মনোয়ারা বেগম (ফুটবল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত ৯টায় জলঢাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জি,আর সারোয়ার এ ফলাফল ঘোষণা করেন।

এতে চেয়ারম্যান পদে মো: আনছার আলী মিন্টু (ঘোড়া) প্রতীকে ৩৯ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ গোলাম আজম এলিচ (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৪৬ভোট।এছাড়াও মোঃ আব্দুল ওয়াহেদ বাহাদুর (চিংড়ি) মাছ প্রতিকে পেয়েছেন ২১হাজার ৮শত ৩৬ভোট,মোঃ আবু সাঈদ শামীম (আনারস) প্রতিকে ৫হাজার ৬শত ৫ভোট পেয়েছেন। অন্যদিকে ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ শাহীনুর ইসলাম (টিউবওয়েল) প্রতীকে ৪৮ হাজার ৩শত ৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (চশমা) প্রতীকের প্রার্থী মোঃ মনোয়ার হোসেন পেয়েছেন ২৩ হাজার ৮শত৮২ ভোট।মোঃ নুর আলম(তালা)প্রতীকে পেয়েছেন ২২হাজার ৮শত ৩২ভোট।অন্যদিকে ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ৪৪ হাজার ৮শত ৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী মোছা:মনোয়ারা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২৭ হাজার ৫শত ২৯ ভোট পেয়েছেন কলস প্রতীকের প্রার্থী শ্রী অনিতা রানী।এছাড়াও ১২হাজার ৬শত ৫৮ভোট পেয়েছেন প্রজাপতি প্রতীকের প্রার্থী মোঃ রাহেনা।হাসঁ প্রতীকের প্রার্থী মোছাঃ মাসুমা কিবরিয়া(সিমা)পেয়েছেন ৯হাজার ১শত ২৫ভোট।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ৮০হাজার ২শত ৩৯।মোট ভোটকেন্দ্রেের সংখ্যা ছিল ১শত ৫টি।মোট বুথ সংখ্যা ছিল ৭শত ৪১টি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *